ইমরান আল মাহমুদ •
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে উখিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
রবিবার (২১) মার্চ উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন এবং পুলিশ সার্জেন্ট মোঃ আলী আশরাফ মোল্লার নেতৃত্বে কোটবাজার এবং উখিয়া বাজার স্টেশনে পৃথক পৃথকভাবে পথচারী, চালক এবং যাত্রীসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উখিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আলী আশরাফ মোল্লা বলেন, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে জনসাধাণের মাঝে সচেতনা তৈরিতে মাস্ক বিতরণ করা হয়। জনসাধারণকে ট্রাফিক আইনের পাশাপাশি প্রচলিত আইনসহ সকল আইন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি।
এসময় সার্জেন্ট সুব্রত চক্রবর্তী জয়,উখিয়া টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ছলিম উল্লাহ বাহাদুর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-