সিএনজি তল্লাসী করে ১১,৯৭০ ইয়াবা উদ্ধার: উখিয়া-টেকনাফের দুই মাদক পাচারকারী আটক

ইমাম খাইর •


রামুর চেইন্দা এলাকা থেকে সিএনজি তল্লাসী করে ১১,৯৭০ ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন- উখিয়া সোনারপাড়ার লম্বরী এলাকার ছলিম উল্লাহর ছেলে জুনাইত সিদ্দিক (১৯) ও টেকনাফের ডেইলপাড়ার মো. ইউছুফের ছেলে মোঃ রাশেদ (২০)।

শনিবার (২০ মার্চ) বিকালে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।

রাত ১১ টার দিকে এ তথ্য দিয়েছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক-মিডিয়া ও অপারেশনস) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তার দেয়া তথ্য মতে- মাদক পাচারের তথ্য পেয়ে র‌্যাবের একটি দল চেইন্দা বাজার এলাকায় জামাল ফ্যাশন হাউজ এর সামনে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। অভিযানকালে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাসী করতে গেলে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করে র‌্যাবের দল। পরে তাদের নিকট থেকে ১১,৯৭০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের এই মুখপত্র জানান, জিজ্ঞাসাবাদে ধৃত দুইজন ব্যক্তি মাদক পাচারের কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলেও স্বীকারোক্তি দিয়েছে।

আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর