নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে নগদ সাড়ে ৩৭ লাখ টাকা জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়া থেকে এসব টাকা জব্দ করা হয়। এ সময় ৫ হাজার ইয়াবাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীপাড়ায় অভিযানে যায় র্যাব। এ সময় সৈয়দ হোসেন নামের একব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ থেকে নগদ সাড়ে ৩৭ লাখ টাকা, ৫ হাজার ইয়াবা, দুটি চেক বই ও দুটি ব্যাংক চেক জব্দ করে র্যাব।’
তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া সৈয়দ হোসেন (৪৭) টেকনাফের উপজেলার মৃত হাসান শরীফের ছেলে। সৈয়দকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-