ডগচার্লি দ্বারা তল্লাশী: ইয়াবা নিয়ে ধরা পড়লো উখিয়ার চার মাদক পাচারকারী!

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৭শ ৮০পিস ইয়াবাসহ ৪জনকে আটক করেছে।

শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটের দিকে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী চালিয়ে ইয়াবা নিয়ে চালকসহ ৪ যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জালিয়াপালং ইউনিয়নের দিগির বিলের আলী আহমদের ছেলে মোঃ আবু নাছির, সোনারপাড়ার শাহাআলমের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ির মৃত আলী আকবরের ছেলে খাইরুল আমিন ও সমিতিঘোনার ছৈয়দ আলমের ছেলে মোবারক।

রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক মাজেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি কক্সবাজার জার্নালকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কক্সবাজারগামী একটি গাড়ি করে ইয়াবা আসছে। সে গোপন সংবাদের ভিত্তিতে ডগচার্লি দ্বারা বিজিবি গাড়ি চেক করতে থাকে। একপর্যায়ে মাদক বহনকারী একটি সিএনজিতে লুকানো ১৭৮০পিস ইয়াবা পাওয়া যায়। এসময় চালক এবং সাথে আরো ০৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ লাখ চৌত্রিশ হাজার টাকা ও জব্দকৃত সিএনজি চার লাখ টাকা এবং তাদের কাছে পাওয়া চারটি মোবাইলের মূল্য সাড়ে তের হাজার টাকাসহ মোট নয় লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকার মালামাল জব্দ করা হয়।

আটককৃত যুবক ও জব্দকৃত মালামাল ও গাড়ি রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।

আরও খবর