কক্সবাজারে মাস্ক পরিধান না করায় ১৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারে করোনা সংক্রমণের হার বৃদ্ধি রোধকল্পে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতনতায় শহরতলী ও সৈকত সংলগ্ন এলাকায় পৃথক সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবারের এ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করায় ১৯টি মামলায় ১৯জনকে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

কক্সবাজার জেলা প্রশাসনের এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে শহরের ঘুমগাছতলা, ডলফিন মোড়, বাজারঘাটা, গোলদিঘির পাড়, সদর থানা রোড সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক অভিযান চালায়।

এছাড়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের হাবিব এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে সমুদ্র সৈকত এলাকার লাবণী পয়েন্ট হতে সুগন্ধা পয়েন্ট এবং সংলগ্ন ছাতা মার্কেট, ঝিনুক মার্কেট, সুগন্ধা মার্কেট ও কলাতলী মোড় এলাকায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সচেতনতামূলক প্রচারসহ মাস্ক বিতরণ করা হয়।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় ট্যুরিস্ট পুলিশ ও ৩৯ আনসার ব্যাটালিয়ন সহায়তা করে।

আরও খবর