ডেস্ক রিপোর্ট • কুমিল্লায় পৃথক অভিযানে তিন হাজার ৯৫০টি ইয়াবাসহ দুই তরুণী ও ৫০ কেজি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের আব্দুর রহমানের ছেলে আব্দুস সোবহান, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের জসীমের মেয়ে সুমাইয়া আক্তার, আশরাফ আলীর মেয়ে আরিফা আক্তার। র্যাবের দাবি- তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর কুমিল্লা সিপিসির অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে তিন হাজার ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পিকআপভর্তি ৫০ কেজি গাঁজাসহ ওই তরুণকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-