কক্সবাজারের ২ পৌরসভায় মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ১১০ জনের মনোনয়ন দাখিল

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১৮ মার্চ চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী, মহেশখালী পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া চকরিয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

একইভাবে মহেশখালী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

চকরিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী মেয়র পদে ৪ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মনোয়ার আলম, স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক ও মোহাম্মদ ফয়সাল উদ্দিন সিদ্দিকী।

মহেশখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী মেয়র পদে ৫ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মকছুদ মিয়া, সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম, স্বতন্ত্র প্রার্থী মর্জিনা আক্তার, মো: আমজাদ হোসেন ও মো: শাহজাহান।

আরও খবর