চট্টগ্রাম •
চট্টগ্রামের কোতোয়ালীতে একটি আবাসিক হোটেল থেকে সাইফ আম্মর (৩৯) নামের এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত সাইফ আম্মর আরব আমিরাতের আল-আইন এলাকার মোহাম্মদ হ্যাসেল এলেনাদির ছেলে। তার পাসপোর্ট নম্বর-HFF220608 বলে জানা গেছে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আরব আমিরাতে সাইফের অধীনে কাজ করতেন বাংলাদেশি নাগরিক সালাউদ্দিন। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া পশ্চিম খুরশিয়া এলাকায়। গত ১৫ মার্চ সালাউদ্দিনের সঙ্গে দেশে বেড়াতে আসেন সাইফ। গত দুইদিন ধরে তারা চট্টগ্রামের ওই হোটেলে অবস্থান করছিলেন। গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করলেও তার সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সাইফকে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, ‘আবাসিক হোটেল থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরব আমিরাতের নাগরিক। আগে থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হুইল চেয়ারও ব্যবহার করতেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-