বিশেষ প্রতিবেদক •
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা মায়ের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল।
বুধবার (১৭ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে অরুনদয় স্কুলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ,কউক চেয়ারম্যান লে: কর্ণেল(অব:) ফেরকান আহমদ’র নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি’র নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া কক্সবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেড এ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করে জেলা পুলিশ।
এদিন বিভিন্ন স্থানে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যবৃন্দ, কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে পর্যটন নগরী কক্সবাজার। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চলছে ডিজিটাল প্রচারণাও।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-