সিলিন্ডারে সাড়ে ৩২ লাখ টাকার ইয়াবা, ধরা পড়লো শাহজাহান ও সাইফুল

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

চট্টগ্রামের পটিয়ায় ১০ হাজার ৮৫০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ইন্দ্রপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলেন সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে মো. শাহাজাহান মিয়া (৪২) ও সীতাকুণ্ডের ছাইদুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে রাত সাড়ে ৯টায় অভিযানে যায় র‌্যাব। এ সময় একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক-হেলপার পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পিকআপে থানা সিলিন্ডারের ভেতর থেকে ১০ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩২ লাখ ৫৫ হাজার টাকা। আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর