আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে সোনারপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভূমি আমিনুল এহসান খান।
এসময় তারেক স্টোরকে ২০ হাজার টাকা,জালাল স্টোর
২০ হাজার টাকা এবং কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সহকারী কমিশনার ভুমি আমিমুল এহসান খান সবার উদ্দেশ্য বলেন, নিজ উদ্যোগে সবাইকে যার যার দোকান পরিস্কার রাখতে হবে। তাছাড়া তিনি প্রতিটি দোকানে মুল্য তালিকা রাখার জন্য কঠোর নির্দেশনা দেন।
এদিকে, ভুক্তভোগী জনসাধারণ এ অভিযানকে সময়োপযুগী সিদ্ধান্ত মনে করে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-