রাহাত্তারপুলে ইয়াবাসহ ধরা পড়লো নারী মাদক কারবারি রামুর হাসিনা!

চট্টগ্রাম •


চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিকালে সাত হাজার ইয়াবাসহ হাছিনা বেগমকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত।

গ্রেপ্তারকৃত হাছিনা বেগম কক্সবাজারের রামু থানার ধুয়াপালং এলাকার নুর আলমের স্ত্রী।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাত হাজার পিস ইয়াবাসহ হাছিনা বেগম (৩৩)কে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর