নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা বটতলী এলাকায় মালবাহী ট্রাক ও ইউএনএইচসিআর-এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে ইউএনএইচসিআর-এর গাড়ীর ড্রাইভার ও ট্রাক ড্রাইভার রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মুখোমুখি সংঘর্ষে ইউএনএইচসিআর-এর গাড়ীর সামনের অংশ দুমরে মুচরে যায়।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিতসা দেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-