নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ কাইসার(৩০) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
গতকাল শুক্রুবার ১২ মার্চ রাত ১১ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ কাইসার কক্সবাজার জেলার রামু থানাধীন পানিস্যা ঘোনা এলাকার মোঃ জাফর আলমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় ন্যাশনাল এমিউজম্যান্ট পার্ক এন্ড রিসোর্ট এর সামনে সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। পরে ট্রাক ড্রাইভারের সীটের নীচে সুকৌশলে লুকানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আসামীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-