ডেস্ক রিপোর্ট •
সিটি করপোরেশন এলাকায় মৃত ব্যক্তির ওয়ারিশ সনদের ক্ষেত্রে অনলাইন মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। গত ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, ‘সিটি করপোরেশনের অধিক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশগণের ওয়ারিশ সনদ প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর আবেদনের সঙ্গে অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হলো। সিটি করপোরেশনসমূহ অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করে ওয়ারিশ সনদ প্রদান করবে।’
মৃত্যু নিবন্ধন হলো মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান, লিঙ্গ, বাবা বা মা বা স্বামী বা স্ত্রীর নাম নির্ধারিত নিবন্ধকের রেজিস্টারে লিপিবদ্ধ কর এবং এ বিষয়ে সনদ প্রদান করা।
কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে বণ্টন করা হয়। কিন্তু এ জন্য ওই ব্যক্তির উত্তরাধিকার বা ওয়ারিশ কারা তা জানার প্রয়োজন হয়। আর এই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা আদালত এই ওয়ারিশ সনদ দিয়ে থাকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-