কক্সবাজার থেকে সাড়ে ৯ হাজার ইয়াবা নিয়ে বাস থেকে চকরিয়ায় নামছিল ছকিনা

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •


চকরিয়ায় ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

আটক ছকিনা বেগম (৩৬) কক্সবাজার সদরের হাইম্মার ঘোনা এলাকার মৃত শামসুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার ৯ হাজার ৮ শ পিস ইয়াবাসহ নারী আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে পৌর বাসটার্মিনালে অভিযান চালায় পুলিশ। এ সময় হানিফ পরিবহনের একটি বাস থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে মহিলাটি হাটতে থাকে। গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে। এসময় ব্যাগের ভেতর পাওয়া যায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।

আরও খবর