নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের চকরিয়ায় বরযাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে পড়ে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭টায় মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাহারবিল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৭টায় আমার বাড়ির সামনের সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে ১৫ জন নারী-পুরুষ আহত হন। তারা সবাই মহেশখালীর বাসিন্দা। তবে শুনেছি বরযাত্রী নিয়ে চন্দনাইশ থেকে মহেশখালী ফিরছিল বাসটি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. জুবায়ের বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উল্টে যাওয়া গাড়িটি ধানক্ষেত থেকে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।
অপরদিকে সকাল সাড়ে ৭টায় চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে বাইক আরোহী গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-