নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় র্যাবের অভিযান ১ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তারা হলেন- উপজেলার রাজাপালং ৮ নং ওয়ার্ডের আমির হামজার ছেলে মােঃ আইয়ুব আলী (৩৮ ) ও রশিদ আহম্মদ এর ছেলে মােঃ আব্দুল্লাহ (১৯)।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ স্টেশন সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-