গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
চট্রগ্রাম র্যাব-৭’র দায়িত্বরত সদস্যরা টেকনাফ সাবরাং ইউপির হারিয়াখালী এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবাসহ গুরা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধাকে আটক করেছে।
উদ্ধারকৃত ইয়াবার চালানটির মুল্য ১০কোটি ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে র্যাব। সে হারিয়াখালী মৃত বদিউর রহমান’র পুত্র।
এই অভিযানটির সত্যতা নিশ্চিত করে ৬ মার্চ (শনিবার) বিকালের দিকে প্রেস বার্তার মাধ্যমে র্যাব-৭’র কর্মকর্তা মেজর মুশফিক জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৭ জানতে পারে,সাবরাং ইউপি ৩নং ওয়ার্ড হারিয়াখালীর কতিপয় মাদক ব্যবসায়ী হাফেজ উল্লাহ প্রকাশ ভুট্রো বসত বাড়ীতে ইয়াবার একটি বড় চালান মওজুদ রয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী গত ৫ মার্চ(শুক্রবার) সন্ধা সাড়ে ৭টার দিকে র্যাবব-৭’র একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে গুরা মিয়াকে আটক করে এবং বসত বাড়ী তল্লাশী করে একটি কক্ষের সিলিং উপর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বস্তাবর্তী ২লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এরপর আটক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদক কারবারে জড়িত তার সহযোগী মো.ইসমাইল এর বসতঘরের পিছনে বারান্দা চালের সাথে বিশেষ কায়দায় ঝুলিয়ে রাখা অবস্থায় আরেকটি ইয়াবার চালান রয়েছে। সেই তথ্য অনুযায়ী বর্ণিত স্থান থেকে প্লাস্টিকের বস্তাবন্ধী আরো ১লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাড়ির মালিক ইসমাইল র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, র্যাব বাদী হয়ে সাড়ে তিন লাখ ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে এবং উক্ত মামলায় ইসমাইল নামে এক জনকে পলাতক আসামী করেছে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-