নিজস্ব প্রতিবেদক •
উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
৫ মার্চ শুক্রবার ইনানী পিকনিক স্পটে দিনব্যাপী নানা আয়োজনেন মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা সাংবাদিক রাসেল চৌধুরী, উপদেষ্টা সানা উল্লাহ্, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার আমানত উল্লাহ্ সাকিব, শামসুল আলম সোহাগ, যুবনেতা মোশারফ সিকদার, এ্যাডভোকেট শাহ্ আমিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, এম.ইমরান সোহেল, মো. হোসাইন, শাহাব উদ্দিন, আবুল কালাম,আব্দুল হামিদ, এ্যাডভোকেট রিদুয়ানুল হাসান, এ্যাডভোকেট নুরু রশিদ, জুনাইদ মোস্তফা, জিয়াউল হক জিয়া, মোস্তাক অভি, এ্যাডভোকেট মাসুম রেজা, সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহ জাহান, এ্যাডভোকেট রাশেল, রবি চৌধুরী, আব্দুল্লাহ্ আল মামুন, অজি উল্লাহ্ প্রমূখ।
উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রাসেল চৌধুরী, সানা উল্লাহ, আমানত উল্লাহ্ সাকিব, মো.হোসাইন, মোশারফ সিকদার, এ্যাডভোকেট শাহ্ আমিন চৌধুরী, এ্যাডভোকেট রিদুয়ানুল হাসান, এ্যাডভোকেট নুরু রশিদ, এ্যাডভোকেট রাশেল, শাহ্ জাহান সহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে অতিথিবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ হাসি মুখ ফাউন্ডেশন এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং আজীবন উক্ত সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বক্তব্যে সংগঠনের সভাপতি মাহাবুব কাউসার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক বলেন,”এমন আয়োজন আমাদের সারা বছরের গ্লানি দূর করতে সহায়তা করে।” সহ-প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম তাঁর বক্তব্যে সংগঠনের বিগত বছরের সম্পাদন করা মানবিক কাজের বিস্তারিত চিত্র তোলে ধরেন।
র্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-