সংবাদ বিজ্ঞপ্তি •
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,আমাদের এই বাংলাদেশ” এই স্লোগানে উজ্জীবিত হয়ে, সকলের শিক্ষা ব্যবস্থাপনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী” কক্সবাজার জেলা সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মেধাবী বৌদ্ধ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচীর মধ্যে ৫০০জন অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
শুক্রবার ( ৫ই মার্চ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা ও মুছারকুল গ্রামের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু বলেন, সাহায্য নয়,সামাজিক দায়িত্ব পালনে সহযোগীতার হাত প্রসারিত করে দেশের শিক্ষা ব্যবস্থাপনাকে আরো সহজ করার লক্ষ্যে আমাদের ক্ষুদ্রতম প্রয়াস।
আমরা সকলের সহযোগীতার মধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করবো বলে আশা রাখি। পর্যায়ক্রমে আমরা আমাদের এই কার্যক্রম সমগ্র কক্সবাজার জেলায় সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে পালংখালি ইউনিয়নের তেলখোলা ও মুছারকুল গ্রামের ৬০ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি কানন বড়ুয়া, সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজয় বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক পাপন বড়ুয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নান্টু বড়ুয়া,সহ-প্রচার সম্পাদক রিকসন বড়ুয়া,সহ-মহিলা সম্পাদিকা নিশি বড়ুয়া,সহ-সাংস্কৃতিক সম্পাদক নিফল বড়ুয়া,নির্বাহী সদস্যা-রুমা বড়ুয়া।
সদস্যদের মধ্যে সুব্রত বড়ুয়া, রুবেল বড়ুয়া, মিশু বড়ুয়া, আশীষ বড়ুয়া, রুকেল বড়ুয়া, অনুপম বড়ুয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা মহৎ এ কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-