রোহিঙ্গা ক্যাম্পের বাজারে মিয়ানমা‌রে অ‌বৈধ প‌ণ্যে সয়লাব : নি‌র্বিকার প্রশাসন

নিজস্ব প্রতিবেদক •

সীমা‌ন্তের নাফনদী পার হ‌য়ে মিয়ানমার থেকে চোরাইপথে ‌মিয়ানমা‌রের তৈ‌রি অ‌বৈধ পন‌্য উ‌খিয়া টেকনা‌ফের শরনার্থী এলাকার ক‌্যাম্প বাজা‌রগু‌লো‌তে সয়লাব হ‌য়ে গেছে।

রােহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একটি চোরাচালানী চক্র এই অবৈধ পণ্য খোলা বাজা‌রে বিক্রি করছে।

বাজারগু‌লো হ‌চ্ছে কুতুপালং, লম্বাশিয়া, মধুরছড়া, বালুখালী, ময়নারঘােনা, জামতলী, তাজনিমার খােলা ও শফিকাটা।

রো‌হিঙ্গা ভি‌ত্তিক গড়ে উঠা এসব অ‌বৈধ কো‌টি টাকার পণ‌্য অবৈধ মালামাল বিক্রি হলেও ক্যাম্প এলাকায় কর্তব‌্যরত পু‌লিশ, বি‌জি‌বি, এ‌পি‌বিএন সহ ক‌্যাম্প প্রশাসন বিষয়‌টি জে‌নেও রহস্যজনক ভু‌মিকার কার‌নে যেন‌তেন ভাবে চলছে।

কুতুপালংস্থ স্থানীয় ব‌্যবসা‌য়িদের সমন্বয়ক মো: শাহজাহান সহ একা‌ধিক ব‌্যবসা‌য়িরা এসব অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনগত ব‌্যবস্থা নি‌তে সরকার ও প্রশা‌নের প্রতি আশু হস্থ‌ক্ষেপ কামনা কর‌ছেন।

মো: রফিক নামের এক মুদির দোকানী অভিযােগ করে বলেন, মিয়ানমারের অবৈধ পণ্য এভা‌বে চল‌তে থাক‌লে দেশীয় উৎপাদিত পণ্য বিক্রি হ্রাস পা‌বে এবং এ কার‌নে দোকা‌নিরা অা‌র্থিকভা‌বে ক্ষ‌তিগ্রস্থ হ‌বে।

চোরাইপথে আসা এসব পণ্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে লুঙ্গি, থামি, স্যান্ডেল, আচার, চক‌লেট, ওষু‌ধি বাম, ভেষজ, ক্যালসিয়াম, চা‌য়ের কপিসহ আ‌রো অ‌নেক কিছু।

সি‌ন্ডি‌কে‌ট সদস‌্য রােহিঙ্গা মাহমুদুল্লাহ জানায়, তি‌নি খুচরা ব্যবসায়ী হিসেবে কুতুপালং ক্যাম্প বাজারের এক এজেন্ট ব্যবসায়ীর নিকট থেকে মিয়ানমারের পণ্য সামগ্রী গুলাে ক্রয় করে বিভিন্ন দোকানে সরবরাহ করছেন।

তবে মিয়ানমার থেকে অাসা এইসব প‌ণ্যের কথা অ‌শ্বিকার ক‌রেন।

এব্যাপারে জানতে চাই‌লে, উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, বাহিরের দেশের কোন পণ্য সামগ্রী অবৈধ পন্থায় এ‌সে থাক‌লে তা বিক্রি করারও সুযােগ নেই।

এ ধর‌নের কোন অভিযােগ থাক‌লে প্রশাসন‌কে জা‌নি‌য়ে আইনগত ব্যবস্থা নি‌তে ব‌্যবসা‌য়ি‌দের প্রতি সজাগ থাকার আহবান জানান।

আরও খবর