প্রেস বিজ্ঞপ্তি •
শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরীর কাল ৫ মার্চ শুক্রবার ২৮ তম মৃত্যু বার্ষিকী।
শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরীর মৃত্যু বার্ষিকীর স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা, হাটহাজারী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কাটখালীকুলস্থ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে কবরে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, খতমে কোরআন, ফতেহা পাঠসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরী চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ৯১-৯২)র নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য, হাটহাজারী থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
১৯৯৩ সালের ৫ মার্চ গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালীতে বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়। আজকের এই দিনটির স্মরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপিসহ বিভিন অঙ্গসংগঠন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-