নিজস্ব প্রতিবেদক •
করোনার টিকা নিতে নিবন্ধন করতে হচ্ছে সুরক্ষা ওয়েবসাইটে। তাতে দেখা দিচ্ছে জটিলতা। অনেকেই বুঝতে পারছেন না ওটিপি (ওয়ানটাইম পাসওয়ার্ড) কিভাবে কোথায় বসাবেন। বিশেষ করে প্রযুক্তিতে যারা পিছিয়ে তাদের অনেকেই নিবন্ধন জটিলতায় মুখ ফিরিয়ে নিচ্ছেন টিকা থেকে।
যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই তাই প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে “হাসিমুখ ফাউন্ডেশন”।
তারই ধারাবাহিকতায় ২৬শে ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে উক্ত সংগঠন।
সোনার পাড়াস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল থেকে স্থানীয় লোকদের রেজিস্ট্রেশন এর মাধ্যমে বিনামূল্য রেজিস্ট্রেশন কর্মসূচী শুরু করা হয়।
রেজিস্ট্রেশন কর্মসূচী উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা জাহেদুল ইসলাম।
উক্ত কর্মসূচী সম্পর্কে স্থানীয় বাসিন্দা শফিউল আলম বলেন, “হাসি মুখ ফাউন্ডেশনের এমন উদ্যোগে এলাকাবাসী অনেক উপকৃত হবেন এবং ভ্যাকসিন গ্রহনে উৎসাহিত হবেন”।
এ বিষয়ে হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব কাউসার বলেন, “গ্রামের সাধারণ মানুষ এখনো ভ্যাকসিন সম্পর্কে খুব বেশি অবগত নয়। তাছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে অনেকে রেজিস্ট্রেশন করতে না পারায় তাঁরা যাতে সহজে রেজিস্ট্রেশন করতে পারে সেজন্য গ্রামীণ লোকদের এই সেবা দেয়ার কর্মসূচী চালু করার উদ্যোগ হাতে নিয়েছি”।
সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,”এই সেবামূলক কর্মসূচী আরো কিছুদিন চলমান থাকবে। আমরা চাই শতভাগ মানুষ সরকার প্রদত্ত এই বিনামূল্যে সেবার আওতায় চলে আসুক ও করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখুক”।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-