মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি •
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মোঃ ইমরান, উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজ, আবু তাহের বাহাদুর, জেলা পরিষদ সদস্য ক্যান ওয়েন চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মংথোয়াইলা মার্মা প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুর রহমান উপস্থিতির মধ্যে ইউপি নির্বাচনে অংশগ্রহন ও প্রার্থীর বিষয়ে জানতে চাইলে, বর্ধিত সভায় সাত নেতা আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় বলে ঘোষণা করেন।
তবে সাতজনই দলীয় সীদ্ধান্তের বাহিরে নয় উল্লেখ করে বলেন, আমরা দলীয় সীদ্ধান্ত মেনে নৌকা প্রতীকের আশা করছি। দলীয়ভাবে যাকে দিবে আমরা সেটা অবশ্যই মেনে নিব।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, যুবলীগ সভাপতি আবুল কালাম, শ্রমিকলীগ সভাপতি উচাথোয়ই চাক ও ছাত্রলীগের সভাপতি এসএনকে রিপন, কৃষকলীগ সভাপতি আবু জাফর, সেচ্চাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন।
বর্ধিত সভার অতিথিরা সকলকে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-