নিজস্ব প্রতিবেদক •
রামুতে ১২ হাজার ৫৪৭ টি ইয়াবা সহ যুবককে আটক করেছে পুলিশ। আটক জাকির আহমদ (৩০) কক্সবাজারের টেকনাফ উপজেলার ছোট হাবিব পাড়ার গোলাম কাদেরের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
রামু থানার অফিসার ইনচার্জ ওসি কেএম আজমিরুজ্জামান জানিয়েছেন- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান-মাদক নির্মূলে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-