জাহেদ হাসান •
কক্সবাজার সদর মডেল থানা আওতাধীন শহর পুলিশ ফাঁড়ির একটি টিম খুরুশকুল কুলিয়াপাড়া থেকে বাংলা মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)সকাল ৭ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের খুরুশকুল কুলিয়াপাড়া টেক সংলগ্ন এলাকা থেকে ৬০ লিটার চোলাই মদসহ বাঁকখালী পুইছড়ির মোঃ শরিফের ছেলে মোঃ এনামুল হক ও ঝিলংজার দরগাহ পাড়ার আবু বকরের ছেলে মোঃ হারুনুর রশিদকে ৪০ লিটার মদসহ আটক করে।
অাসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-