উখিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান!

এম এ রাহাত, উখিয়া •

উখিয়ার ব্যস্ততম শহর কোর্টবাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে কোর্টবাজার স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অপ্রাপ্ত বয়স্ক চালক, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালক, ফিটনেসবিহীন গাড়ি,টমটম, নসিমন, হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

হেলমেট বিহীন যারা মোটর সাইকেল চালাচ্ছে তাদের কে আটক করে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে হেলমেট পরিধান করিয়ে দেওয়া হয়।

প্রথমত তাদের প্রতি সহানুভূতিশীল হতে পুলিশকে দেখা যায়। এরপর পর থেকে হেলমেট বিহীন কোন চালককে উখিয়া উপজেলায় চলতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন উখিয়া ট্রাফিক বিভাগ।

পালংখালীর মোঃ জামাল উদ্দীনের হেলমেট বিহীন মোটরসাইকেল আটক করার পরে, তার হেলমেট এনে তারপর ছেড়ে দেয়া হয়। ট্রাফিক পুলিশের এ সচেতনতামূলক কর্মকাণ্ডে খুশি হয়ে জামাল উদ্দিন সন্তুষ প্রাকশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

উখিয়ার সার্জেন্ট সুব্রত বলেন, উখিয়া উপজেলায় আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে ট্রাফিক শৃঙ্খলা অনেক উন্নত। আমরা অবৈধ ফুটপাত উচ্ছেদ, যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কাজ করে যাচ্ছি।

উখিয়ার পুলিশ সার্জেন্ট মোঃ আশরাফ জানান, ককক্সবাজার জেলায় সকল ধরনের অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কঠোর এবং সোচ্চার। কোন অবস্থাতেই আমরা হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের রাস্তায় চলতে দিচ্ছি না। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সর্তক হয়ে কাজ করে যাচ্ছি।

উখিয়ার টি আই মোশাররফ হোসেন বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান এখন থেকে চলমান থাকবে। সড়ক দুর্ঘটনায় রোধে আমরা আইন প্রয়োগের প্রতি কঠোর হচ্ছি। যে কোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা ট্রাফিক বিভাগ বদ্ধ পরিকর।

আরও খবর