চকরিয়ায় নান্দনিক পৌরসভা গড়তে কে পাচ্ছেন নৌকার প্রতীক!

রাজু দাশ, চকরিয়া •


কক্সবাজারের চকরিয়া পৌরসভা নান্দনিক শহর গড়ে তুলতে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মেয়র নির্বাচন নিয়ে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলেরই বিদ্রোহী প্রার্থীর থাকায় কে শেষ হাসি হাসবেন তা বলা বলা যাচ্ছে না এখনই।

আগামী ৩১ এপ্রিল ১৮ টি কেন্দ্রে প্রথম বারের মতো ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে পুরো পৌর এলাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশের বিরাজ করছে। এখন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

তবে এবারের নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম। এবার ভোটের মাঠে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকায় মেয়র পদে বড় দুই দলের প্রার্থী ও বর্তমান মেয়রসহ ৭জন প্রার্থী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন পৌরবাসী।

এবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, সাবেক ছাত্রনেতা পৌরসভা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোজাফফর হোসেন পল্টু। এরমধ্যে নাগরিক কমিটির মেয়র প্রার্থী ৬নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াবুল হক। এবং বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে রয়েছে নুরুল ইসলাম হায়দার (ধানের শীষ)। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনীয় এলাকা ঘুরে দেখা যায়, নৌকা মনোনয়ন সম্ভাব্য প্রার্থী সাধারণ ভোটারদের সাথে এখন থেকেই কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে। তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জানান দিচ্ছেন পৌরবাসীকে আধুনিক ও মানসম্মত পৌরসভা উপহার দিতে মহা পরিকল্পনার অংশ হিসেবে রাস্তা নির্মাণ, রাস্তা প্রসস্তকরণ। পৌর এলাকা আলোকিত করতে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থার। সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করছে।

চকরিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজবাউল হক বলেন, প্রার্থীদের মাঝে পরস্পরের কুশল বিনিময়, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার সত্যই প্রশংসার দাবিদার, চকরিয়া পৌরসভা অতীতের রাজনৈতিক ঐতিহ্য বজায় থাকবে এ আমার বিশ্বাস।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ বাহিনী সতর্ক রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, প্রথম বারের মতো পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি।

আরও খবর