চট্টগ্রাম •
চট্টগ্রামে মাদক মামলায় গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ মুস্তাফাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মোস্তফা নোয়াখালীর চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তিনি আত্মসমর্পণ করতে গেলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেল সুপার কামরুল হোসাইন।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ অক্টোবর নগরীর ওয়াসা মোড়ে মোশাররফের দেওয়া ২ হাজার ৮০০ ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনীয়া থানার কনস্টেবল মোশাররফ হোসেন। পরদিন নগরীর চকবাজার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করে র্যাব। পরে কনস্টেবল মোশাররফ পুলিশের কাছে স্বীকার করেন এএসআই মোস্তফা ইয়াবা বিক্রির সাথে জড়িত। তারা দুজন কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় একসঙ্গে চাকরি করেছেন। দু’জনের মধ্যে বেশ সখ্যতাও রয়েছে। র্যাবের দায়ের করা মামলা তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক মঈনুর রহমান কনস্টেবল মোশাররফ ও এএসআই মোস্তাফাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
কয়েকমাস পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-