উত্তর বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহেদ হাসান •

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা কালিরছড়া বিট এলাকায় অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারী) কক্সবাজার উত্তর বন বিভাগের মে‌হের‌ঘোনা রে‌ঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়ার নেতৃত্বে মেহেরঘোনা বিট কর্মকর্তা ও কা‌লিরছড়া বি‌ট কর্মকর্তা সহ বনপ্রহরীদের কালিরছড়া বিট এলাকায় বনভূমি জবরদখল ক‌রে অবৈধভাবে পাকা ঘর নির্মা‌ণের সময় অ‌ভিযান চা‌লি‌য়ে তা উচ্ছেদ করে ৩০ শতক বনভূ‌মি উদ্ধার করা হয়।

এবিষয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া বলেন,বনভূমি অবৈধ দখল ও পাহাড় কেটে স্হাপনা নির্মাণের বিষয়ে বনবিভাগ জিরোট্রলারেন্সে আছে,কাউকে ছাড় দেওয়া হবেনা,কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর