প্রেস বিজ্ঞপ্তি •
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া বাঙালির বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানান উখিয়ার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা হেলপ কক্সবাজার।
রোববার (২১ ফেব্রুয়ারি) সর্বস্তরের জনতার পাশাপাশি এ সংস্থার পক্ষ থেকে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এম এম আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সদস্য আবদুল্লাহ আল আজিজ, হেলপ কক্সবাজারের এইচআর এডমিন এন্ড ফাইন্যান্স মোঃ ইউসুফ, কর্মী মাহমুদুল হক প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-