গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে অপহরনকারী চক্রের হাতে পাঁচ দিন ধরে আটক থাকা কিশোরগঞ্জের এক যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
১৯ ফেব্রুয়ারী( শুক্রবার) দুপুরে র্যাবের পাঠানো বার্তা সুত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে টেকনাফ উপজেলার অন্তর্গত সাবরাং ইউপি ৩নং ওয়ার্ড কাটাবনিয়া জৈনক কাসেম’র বাড়িতে এক যুবককে ঘরের ভিতর আটকে রেখে মারধর করছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) র্যাব-১৫ সদস্যদের একটি অভিযানিক দল রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে কাসেমের বাড়ী থেকে মো.সাইফুল ইসলাম (২৬) নামের এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপহরনকারী চক্রের ৩ সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত যুবক হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ইউনিয়নের মৃত শুকুর আলীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, অপহরকারীদের হাত থেকে রক্ষা পাওয়া যুবক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারী মো.বাচ্চু নামে এক যুবক তাকে কাজ দেওয়ার কথা বলে কিশোরগঞ্জ থেকে টেকনাফে নিয়ে আসে। এরপর বাচ্চুর সহযোগী টেকনাফ কাঠাবনিয়া কাসেম’র বাড়িতে আটকে রেখে মুক্তিপন দাবী করতে থাকে। ভিকটিম মুক্তিপন দিতে ব্যর্থ হওয়ায় তাকে মারধর করা শুরু করে।
এই ঘটনায় জড়িত অপরাধীরা হচ্ছে,কিশোরগঞ্জ জেলার মো. বাচ্চু (২৭) পিতা অজ্ঞাত,সাবরাং ইউপি কাটাবুনিয়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র মোঃ কাশেম (৬০) এবং তার পুত্র মো.জুনাইদ (২৫)।
তিনি আরো জানান, উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ঘৃর্ন্য অপকর্মে জড়িত আসামীদের ধরতে র্যাব সদস্যদের অভিযান অব্যাহত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-