আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
স্বাদের খাবার খাওয়ার জন্যে অনেকেই ঘর ছেড়েই বাইরের রেষ্টুরেন্টকে বেছে নেন। কিন্তু এসব রেষ্টুরেন্টে কি খাচ্ছেন আর পরিবারের জন্যে বাসায় কি খাবার নিয়ে যাচ্ছেন। একবারও কি ভেবে দেখেছেন।
কক্সবাজারে এমন পছন্দের রেষ্টুরেন্টগুলোর মধ্যে অনেকেই বেছে নেন শালিক রেষ্টুরেন্ট, হাড়ি রেষ্টুরেন্ট এন্ড বারবি কিউ তান্দুরী, রুপসী বাংলা রেষ্টুরেন্ট, কুসুমকলি রেষ্টুরেন্ট কলাতলীর মতো জনপ্রিয় রেষ্টুরেন্টগুলোকে।
এবার এই রেষ্টুরেন্টগুলোতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে জরিমানা করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সদর এলাকার বিভিন্ন রেষ্টুরেন্টে র্যাবের আইন ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় ভেজাল ও অপরিষ্কার খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বিএসটিআই আইন ১৮ মোতাবেক শালিক রেষ্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা, নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক হাড়ি রেষ্টুরেন্ট এন্ড বারবিকিউ তান্দুরীকে ৫ লাখ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক রুপসী বাংলা রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক কুসুমকলি রেষ্টুরেন্ট কলাতলীকে ৭০ হাজার টাকা সহ সহ সর্বমোট ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাব-১৫ এর আইন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমানের জানান, ভেজাল ও অপরিষ্কার খাবার মানুষের দেহের মারাত্মক ক্ষতি করে এবং মানুষকে রোগাক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
তিনি আরও জানান, আমরা চাই মানুষের আস্থার জায়গা গুলোতে যেনো ভালো পরিবেশে খাবার পাওয়া যায়। তাই আমরা আজ পর্যটন নগরীতে এই অভিযান পরিচালনা করি।
কিন্তু খুব খারাপ লাগলো মানুষের আস্থা রাখার প্রতিষ্ঠানগুলোতে এই ধরণের পরিবেশ দেখে। আশা রাখি আজকের পর থেকে প্রতিষ্ঠানগুলো এই ধরণের পরিবেশ থেকে ফিরে আসবে।
অভিযান অব্যাহত থাকবে কি না জানতে চাইলে তিনি জানান, কক্সবাজারের অন্যসব রেষ্টুরেন্টগুলোর খাবার মান যাচাইয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আমাদেরকে সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগীতা করতে পারেন।
অভিযান চলাকালে র্যাবের একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।
এদিকে র্যাবের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কক্সবাজারে ভেজাল ওষুধ মজুত ও বিক্রির দায়ে ১৪ ফার্মেসীকে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-