ইমরান আল মাহমুদ,উখিয়া •
দীর্ঘদিন পর উখিয়া উপজেলার কোটবাজার-সোনারপাড়া-মনখালী এলজিইডি সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
দীর্ঘদিন সংস্কারের অভাবে খানা খন্দকে মৃত্যুকূপে পরিণত ছিলো সড়কটি। ফলে জনদূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন পর জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর প্রচেষ্টায় সংস্কার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আসাদ এন্টারপ্রাইজ।
স্থানীয়রা জানান, মৃত্যুকূপে পরিণত সড়কটি সংস্কার কাজ শুরু করায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে সাধুবাদ জানান তারা। সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষকে যথাসময়ে কাজ শেষ করা অনুরোধ জানান স্থানীয়রা।
উপজেলা প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম জানান,
সড়কটি প্রায় ৩২কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কের সব অংশ সংস্কার করা হবে বলে জানান তিনি।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর খানা খন্দকে ভরপুর ১১কিলোমিটার সড়কটির সংস্কার কাজ আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। সংস্কার কাজে অনিয়ম যাতে না হয় সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।
১১ কিলোমিটার সড়কের মধ্যে কোটবাজার, সোনারপাড়া, ইনানী,মনখালী পর্যন্ত বিভিন্ন এলাকার মধ্য দিয়ে সড়কটির অবস্থান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-