কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের চকরিয়া খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাইকৃত মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বর্ণিত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, খুটাখালী ইউনিয়নের মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের তারেক (২১) মোহাম্মদ শাহরিয়া (২৪) ও নূরুল আমিন (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত মোটরসাইকেল ক্রয় করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে, ভূয়া নাম্বর প্লেট ব্যবহার করে গোপনে বিক্রির কাজে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-