রাজ কুমার শর্মা জম্ম তারিখ ২৫/০৩/১৯৯৯ ইংরেজি, জন্ম নিবন্ধন নম্বর ১৯৯৯২২১৯৪১৫০০৭৫৫১, পিতা সুধাংশু শর্মা, মাতা বাসনা শর্মা সাং , রুমখা নাপিত পাড়া, ইউনিয়ন হলদিয়া পালং, উপজেলা উখিয়া, জেলা কক্সবাজার।
রেশমী ধর জম্ম তারিখ ২৪/০৪/২০০২ ইংরেজি, জন্ম নিবন্ধন নম্বর ২০০২২১৫৯০৬০২০৭৪১৬৩ পিতা প্রদীপ ধর, মাতা শিল্পী ধর, সাং ধুরুমখালী, ডাকঘর মরিচ্যা, উপজেলা উখিয়া, জেলা কক্সবাজার।
আমরা দুজনেই সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ ও মহিলা হই। আত্মীয়তার পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে আমরা একে অপরকে ভালবাসিয়া আসতেছি।
ভালবাসাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে আমরা উভয় পক্ষ সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী একজন পুরোহিতের মাধ্যমে মন্ত্র শ্লোকাধি পাঠ করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি।
আমরা কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া এফিডেভিট সম্পাদন পূর্বক আইনগতভাবে স্বামী-স্ত্রী হিসেবে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন যাপন করতেছি। যার এভিডেভিড নম্বর ২১৮ তারিখ ১১/২/২০২১।
অত্র বিবাহে আমাদেরকে কেউ প্রভাবিত ও প্ররোচিত করে নাই। আমরা স্বেচ্ছায়,সজ্ঞানে সাক্ষী গনের সম্মুখে আইনগত স্বীকৃতি স্বরূপ বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া হলফনামা সম্পাদন করিলাম। আমরা সকলের আশীর্বাদ কামনা করছি।
নিবেদক
রাজকুমার শর্মা (স্বামী) ও রেশমী ধর (স্ত্রী)
রুমখা নাপিত পাড়া,হলদিয়া পালং,উখিয়া
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-