রাজু দাশ, চকরিয়া •
বৃহত্তর চকরিয়া উপজেলা পরিষদের (চকরিয়া-পেকুয়া) সাবেক চেয়ারম্যান ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন (৭২) বিএসসি আর নেই। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইনের মৃত্যুতে জানাজায় হাজারও মানুষের উপস্থিতি ছিল এবং গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মাহমুদ, সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, অধ্যাপক সাহাবুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, সাবেক কমিশনার জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।
মৃতু্কালে তাঁর স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বৃহস্পতিবার ১১ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টায় চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানী ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তিনি
বেশ কিছু দিন ধরে লিভার জনিত সমস্যাসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-