গত ১০ ফেব্রুয়ারী কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় “পুলিশের ফাঁদে আটক ইয়াবা ডন যুবদল নেতা ফারুক আটক” শীর্ষক সংবাদটির একাংশে আমার নাম সংযুক্ত করায় আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদের শেষ পর্যায়ে সাথে পুলিশের হাতে আটক ফারুক সিন্ডিকেটের ইয়াবার চালান গুলো মিয়ানমার থেকে টেকনাফ প্রবেশ করা পর্যন্ত দায়িত্বে থাকেন শাহপরীর দ্বীপের গরু ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল।
আমার বিরুদ্ধে প্রচার হওয়া এই মিথ্যা তথ্যটির সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদের একাংশে অহেতুক আমার নামটি আলোচিত ইয়াবাকারবারী ফারুকের সাথে যুক্ত করেছে।
যা একান্তই প্রতিপক্ষের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
আমি মো.ইসমাইল চ্যালেঞ্জ করে বলছি অতীতেও ঘৃর্ণ্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না এখনো নেই।
প্রকৃত পক্ষে আমি দীর্ঘ ২০ বছর ধরে শাহপরীর দ্বীপ করিডোর’র গরু ব্যবসায়ী। প্রতি বছর সরকারকে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।
পাশাপাশি মিয়ানমার আকিয়াব থেকে আমদানিকৃত গরু বোঝাই ট্রলার গুলো গভীর সাগরে কর্মরত নৌ-বাহিনী,কোস্টগার্ড সদস্যরা তল্লাশী করে থাকে। এরপর শাহপরীর দ্বীপ করিডোরে পৌছলে উক্ত ট্রলার গুলো সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা চেক করার পর আনলোড করা হয়।
আমি মো.ইসমাইল আবারও চ্যালেঞ্জ করে বলছি মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ঘৃর্ণ্য মাদক ব্যবসা তো দুরের কথা আমার জিবনে কোন দিন কোন ধরনের অবৈধ অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলাম না।
আমার বৈধ ব্যবসায় ক্ষতি সাধন করার পাশাপাশি সমাজে আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য আমার শত্রু পক্ষের অসাধু ব্যক্তিরা সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এবং অামার নামটি আটক ইয়াবা ডন ফারুকের সাথে যুক্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে।
তাই আমি ১০ ফেব্রুয়ারী(বুধবার) দৈনিক কক্সবাজার পত্রিকার একাংশে আমার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
পাশাপাশি আমাকে নিয়ে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রচার নিয়ে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্য,আমার এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো.ইসমাইল (গরু ব্যবসায়ী)
পিতা: মৃত ছালেহ আহাম্মদ
টেকনাফ সাবরাং ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ বাজার পাড়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-