গত ১০ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “নুনিয়ারছড়ার ঘরে ঘরে ইয়াবা” শীর্ষক সংবাদটি অামার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদের একাংশে অহেতুক অামার নামটি অালোচিত ইয়াবাকারবারী নবী হোসেনের সাথে জড়িয়েছে।
সংবাদের একাংশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। অামি জনপ্রতিনিধি বিধায় অামার সাথে অনেকেই ছবি করতে পারেন এবং অামিও অনেকের ছবিতে থাকতে পারি।
তাতে এই নয় যে, অামি মরণ নেশা ইয়াবা ব্যবসায়ীদের সাথে জড়িত আছি। আমি চ্যালেঞ্জ করে বলছি অতীতেও ইয়াবার সাথে জড়িত ছিলাম না এখনো জড়িত নেই। ইয়াবার সাথে জড়িত তো দূরের কথা অামি সর্বদায় এর বিরুদ্ধে অবস্থান করতাম।
যেসব পুলিশ কক্সবাজার থেকে বিদায় হয়েছেন তাঁরা কক্সবাজারে থাকতে আমার প্রতিটি এলাকায় পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ীকে কিভাবে আটক করা যায় তা নিয়ে প্রতিনিয়তেই মিটিং করতো। তাতেও আমি সার্বক্ষনিক প্রশাসনকে সহযোগিতা করেছিলাম।
শুধু তাই নয়, এলাকা থেকে ১০/ ১২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ইয়াবাসহ ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছিলাম। তা এখনো অামার ফেইসবুকের পাতায় রয়েছে।
এদিকে আমি যখন পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়, হাজার হাজার মানুষ আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এটাই স্বাভবিক। ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আমার সম্মান ক্ষুন্ন করছে আমার নির্বাচনী প্রতিপক্ষরা।
পরপর দুইবার পরাজিত হয়ে এখন আমার বিরুদ্ধে তার আত্নীয়-স্বজনেরাই মূলত এই অপপ্রচার শুরু করেছে। এছাড়াও আমি যখন সার্বক্ষনিক মাদক বব্যসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকি তারাই আসলে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে দূর্বল ও হেয় করার চেষ্টা করে আসছে।
এসব ইয়াবা ব্যবসায়ীদের সাথে অহেতুক অামার মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অথচ গতকাল নুনিয়ারছড়া এলাকায় ইয়াবা উদ্ধারে যে বৃহৎ অভিযান চলছে তাতেও অামি প্রশাসনের সাথে অভিযানে ছিলাম।
আমি আবারো চ্যালেঞ্জ করে বলছি, ইয়াবা ব্যবসায়ীদের সাথে আমি জড়িত নাই। এলাকা আমার সম্মান ও জনপ্রিয়তা আছে। সেটার উপর ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে।
কিন্তু ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সব সময় সোচ্ছারই অাছি। তবে এলাকার একটি চক্র সমাজে যাতে অামার মান-সম্মান ক্ষুন্ন হয় তাই কিছু সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে অামার নামটি ইয়াবা ব্যবসায়ীদের সাথে জড়িয়েছ। অামি উক্ত মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক সংবাদের একাংশের প্রতি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মিথ্যা সংবাদের একাংশ নিয়ে প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মিজানুর রহমান (কাউন্সিলর)
২নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-