জাহেদ হাসান •
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম পৌরসভার উত্তর টেকপাড়ায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাড়ির মালিক আজিজুর রহমান প্রকাশ আরজুকে আটক করেছে এসময় তার আরেক সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী)সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন উত্তর টেকপাড়ার মোঃ আজিজুর রহমান প্রকাশ আরজু (৩২) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মৃত মোহাম্মদ কামাল এর ছেলে বাড়ির মালিক মোঃ আজিজুর রহমান প্রকাশ আরজুকে হাতেনাতে আটক করে।
এসময় অভিযান দলের উপস্হিতিতে টের পেয়ে তার অপর এক সহযোগী একই এলাকার মৃত ফজল হাজীর ছেলে মোঃ হাসান (৩৩) কৌশলে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে মোঃ আজিজুর রহমান ও মোঃ হাসান কে আসামী করে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও নিশ্চিত করেছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-