স্ত্রীর গলা কেটে স্বামীর বিষপান: দুই ‘ডেড বডি’ ঘিরে রহস্য

ডেস্ক রিপোর্ট •

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী। তবে তাদের মৃত্যু নিয়ে আছে রহস্য। কেউ বলতে পারছেন না ঠিক কি কারণে তাদের এই মৃত্যু।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলছেন, প্রাথমিকভাবে জানা গেছে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বিষপান করেছেন। দুজনের পারিবারিক কলহ ছিলো। এ থেকেই তারা মৃত্যুর পথ বেছে নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এর আগে মঙ্গলবার সকালে বরুনাগাঁও এলাকার নদীর পাড় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ঠাকুরগাঁও পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আসমা বেগম।

আরও খবর