নীতিশ বড়ুয়া, রামু •
কক্সবাজারের রামুতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজাকে করোনার টিকা প্রদানের মাধ্যমে কোভিট-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বাধন হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মসূচীর উদ্বোধন হয়।
কোভিট-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
মেডিকেল অফিসার ডা. রিপন বড়ুয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ছরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ একে আজমিরুজ্জামান, হোপ্ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, উদ্বোধনী দিনে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান বুথ সমুকে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৫০ জন করোনার সম্মুখ যোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-