রামুর মাদক কারবারি জয়নাল ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে সদরের ঝিলংজা এলাকায় ৯হাজার ৫শ ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিলংজার সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক, রামুর খুনিয়াপালং ইউপির ধেচুয়াপালং এলাকার হাজি এজাহার মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮)।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার সদরের ঝিলংজার সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। ধৃত আসামীকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তার কাছে ইয়াবা আছে বলে সে জানায়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৫শ ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক মাদক ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর