ডিএনসির পৃথক অভিযান: উখিয়া ও টেকনাফের ৩ মাদক পাচারকারী আটক

জাহেদ হাসান •

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে ৪ শত ৭০ পিস ইয়াবাসহ ৩ জন খুচরা ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী)বিকাল আনুমানিক ৬ টার দিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক তায়রীফুল ইসলামের নেতৃত্বে সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে উখিয়া জালিয়াপালং ৪ নং ওয়ার্ডের ডেইল পাড়ার ছৈয়দ হোসেনের ছেলে মোহাঃ আমান উল্লাহ (২১) কে ২ শত পিস ইয়াবাসহ আটক করেছে।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে কলাতলী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ হোয়াইক্যং ২ নং ওয়ার্ডের আধাঁরিছড়ার সৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ জামাল উদ্দীন (৩০)কে ১ শত ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে।

দিনব্যাপী আরেক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কলাতলী রোডস্হ হোটেল লংবীচ হোটেল এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ হোয়াইক্যং ২ নং ওয়ার্ডের আধাঁরিছড়ার মোঃ আলম এর ছেলে মো : উসলাম গণি( ২০)কে ১ শত ২০ পিস ইয়াবাসহ আটক করেছে।

আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কামরুজ্জামান,পরিদর্শক জীবন বড়ুয়া ও উপপরিদর্শক তায়রিফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছে বলে সহকারী পরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন।

আরও খবর