নিজস্ব প্রতিবেদক •
মিয়ানমারে সামরিক শাসন ও জরুরী অবস্থার মাঝেও বাংলাদেশে ইয়াবা পাচার ব্যবসা বন্ধ হয়নি। ৮০ হাজার ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশকালে সীমান্তরক্ষী বিজিবি জব্দ করেছে। শুক্রবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উখিয়ার ডেইলপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মিয়ানমার সীমান্তের রেজুপাড়া বিওপি’র সদস্যগণ এসব ইয়াবা উদ্ধার করে বলে জানান কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি),র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান,মিয়ানমার হতে কয়েকজন মাদক কারবারি পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবি টহলদল দেখে পাহাড়ী জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-