উখিয়া মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক •


উখিয়া শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১০ টায় রুমখা বটতলী আল ইদ্রিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উখিয়া শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন মেধাবৃত্তির পরিচালক মৌলানা রহমত উল্লাহ।

উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাংবাদিক রাসেল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ আমানত উল্লাহ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কর্মরত আমির হোসেন, রুমখা মাদ্রাসার ইংরেজি প্রভাষক আমানত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবেতা আল ফুয়াদ স্কুলের সহকারী শিক্ষক ছলিম উদ্দিন।

আলোচনা সভা শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও খবর