নিজস্ব প্রতিবেদক •
জামিনে মুক্ত হয়ে গণমানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন জালিয়া পালং ১ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুল আলম মনির। প্রথম দফায় জেল গেটে বিপুল ভাবে সম্বর্ধিত হন তিনি।
এরপর মরিচ্যা লাল ব্রীজে তাকে বরণ করে নেন তার নির্বাচনী এলাকা জালিয়া পালং এর শত শত মানুষ। সেখান থেকে কয়েকশ মোটরসাইকেল, জীপ, ট্রাক, নোহার বহর নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় জালিয়া পালং ইউনিয়নের শেষ সীমানা মনখালী পর্যন্ত। তিনি বিশাল গাড়ীর বহর নিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন। ওইসময় সোনার পাড়া ষ্টেশন, ইনানী, মনখালী সহ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন মনির মেম্বার।
তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তার জনপ্রিয়তায় ঈর্ষাপরায়ণ হয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। কিন্তু মানুষের দোয়া ও ভালবাসায় তিনি মানুষের মাঝে ফিরে এসেছেন। এসময় তিনি মানুষের ভালবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবন দিয়ে হলেও তিনি মানুষের ভালবাসার এই ঋণ শোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-