সেলিম উদ্দিন •
কক্সবাজার সদরের ঈদগাঁও-ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া জায়গার বিরোধের জেরে স্খানীয় জাফর আলমের ছেল আবুল কালামের নেতৃত্বে নৃশংস খুনের শিকার একই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস।
সেই খুনের ঘটনার প্রধান আসামি রোববার (৩১ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
তবে অভিযান পরিচালনাকারি আইনশৃঙ্খলা বাহিনী কোথা থেকে, কোন সময় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে মামলার স্বার্থে আপাতত মুখ খুলতে অপারগতা প্রকাশ করেছে।
সোমবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে অভিযান পরিচালনাকারি বাহিনী ঘাতককে গণমাধ্যমের মুখোমুখি করতে পারে বলে নিশ্চিত করেছে ওই সুত্র।
এদিকে আটকের সত্যতা যাচাইয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সংঘটিত জোড়া খুনের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
খুনি আটক হয়েছে কিনা তিনি এখনও জানেন না। তবে বিভিন্ন গণমাধ্যমকর্মী তার কাছে ফোনে একাধিকবার এ বিষয়ে জানতে চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-