প্রধানমন্ত্রী’র নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ছাত্রলীগ’

প্রেস বিজ্ঞপ্তি •


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাংগীর কবির নানক বলেছেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া একটি আদর্শীক সংগঠন। দেশ ও জাতির প্রয়োজনে বারবার এ সংগঠনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েছে। যখন জাতির ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তারা এগিয়ে এসেছে। ভবিষ্যতেও জাতির যেকোন প্রয়োজনে ছাত্রলীগকে ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত রাখতে হবে। বর্তমানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা ছাত্রলীগ আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও ছাত্র সমাবেশে প্রধান অথিতির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেছেন।

তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আরো দুরদর্শী হতে হবে। তাই ছাত্রলীগ নেতাকর্মীদের মেধার যোগ্যতা প্রমাণ দিতে হবে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফ আদনান।

এরআগে দুপুর ১২টার থেকে বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলসহকারে ছাত্র সমাবেশে যোগদান করেন। এক পর্যায়ে নেতাকর্মীদের মিলন মেলা দৌলত ময়দানের মাঠ ভর্তি হয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নিতে হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। এ সময় প্রধান সড়কে তিব্র যানজট সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড: সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল অব: ফোরকান আহমেদসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জেলা ছাত্রলীগ সভাপতি/সাধারণ সম্পাদকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দৌলত ময়দানে এসে শেষ হয়। সন্ধ্যায় জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্ত হয়।

আরও খবর